Wednesday 22 February 2017

জিও-র নয়া ঘোষণা, কী অবস্থা হল প্রতিযোগী অন্য মোবাইল সংস্থার?

জিও-র ফ্রি-অফারে গত কয়েক মাস ধরেই তপ্ত ভারতীয় টেলিকম ক্ষেত্র। রিলায়েন্সের মোবাইল সংস্থাটির বিরুদ্ধে হেন জায়গা নেই যেখানে প্রতিযোগী অন্য মোবাইল সংস্থাগুলি নালিশ করেছে।



শুধু অপেক্ষা ছিল যে, ধামাকাটা কেমনভাবে আসে তার জন্য। মঙ্গলবার জিও নিয়ে মুকেশ অম্বানির সাংবাদিক সম্মেলনের কথা জানাজানি হতেই কানাঘুষো শুরু হয়। মাত্র ২০ মিনিটের জন্য এদিন বক্তব্য রাখেন রিলায়েন্স জিও-র কর্ণধার। তার মধ্যেই জিও-র গ্রাহক সংখ্যা ১০ কোটি ছুঁয়ে যাওয়ায় অভিনন্দন জানান। আর এর পরেই সেই ঘোষণা।
মাত্র ৩০৩ টাকায় জিও-প্রাইম নামে যে অফার রিলায়েন্স ইন্ডাস্ট্রি বাজারে নিয়ে আসতে চলেছে, তা আসলে ‘ফ্রি-অফার’- বলেই মনে করছেন অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারী। কারণ, জিও-প্রাইমেও আনলিমিটেড জিও-ভয়েসকল করা যাবে। এমনকী, ইন্টারনেট ডেটা ব্যবহারেও বিধিনিষেধ থাকবে না বলে ঘোষণা করেন মুকেশ।